- How to Use Credit Card? Advantages And Disadvantages of Using Credit Cards!
- Best Mutual Funds for Beginners | How Do Mutual Funds Make Money
- How to Learn Trading for Beginners? | How Learn Trading in Share Market?
- What is auto insurance? Auto insurance Quotes
- Why do you need insurance? Why is it important to have insurance?
আমি কেন পারবো না

আমি কেন পারবো না
একজন চা ওয়ালা যদি দেশের প্রধানমন্ত্রী হতে পারে তাহলে আমি কেন পারবো না।একটা ছেলে যে জনজাল ছাপ করার কাজ করতো সে যদি বিশ্বের অন্যতম ক্রিকেটার হয়ে দেখাতেপারে তাহলে আমি কেন পারবো না।একটা মানুষ কোন ডিগ্রি ছাড়াই শুধুমাত্র পেট্রোল পাম্প এ কাজ করে ইন্ডিয়ার বেষ্ট বিজনেজমেন্ট হতে পারে তাহলে আমি কেন পারবো না। হাই স্কুলের বাস্ককেট বল থেকে বাদ দিয়ে দেওয়ার পরে ও যদি সে দুনিয়ার বেস্ট বাস্ককেট বল প্লেয়ার হতে পারে তাহলে আমি কেন পারবো না।কিছু লোক কলেজ ডো পাইড় করার পর নিজের কম্পানিতেই কলেজের টপারদের হায়ার করতে পারে তাহলে আমি কেন পারবো না। এক ব্যক্তি যাকে নিউজপেপার কম্পানি চাকরি থেকে বাদ দেওয়া হয় কারণ তার মধ্যে নাকি ক্রিয়েটিভিটি কম ছিল আইডিয়া কম ছিল সেই ব্যক্তি যদি পরে রিকি মাউসের মত ক্যারেক্টার ক্রিয়েট করতে পারে তাহলে আমি কেন পারবো না। একটা মানুষ যার গালফ্রেন্ট তার সাথে ব্রেকআপ করে নেয় এবং তাকে সমস্ত সোসাইল সাইড থেকে ব্লগ করে দেয় পরে সেই ব্যক্তি যদি পরে দুনিয়ার সব থেকে বড় সোসাইল সাইড ফেসবুক বানিয়ে দিতে পারে তাহলে আমি কেন পারবো না। এক ব্যক্তি নয়শত নিরানব্বই বার ফেল হওয়ার পরেও হার না মেনে এক হাজার বারের মাথায় বাল্প আবিস্কার করতে পারে তাহলে আমি কেন পারবো না। দু’বার বিজনেন্স এ ফেল হওয়ার পর ডিপ্রেশনে গিয়ে পর পর আট বার ইলেকশনে হেরে গিয়ে নয় বারের মাথায় আমেরিকার প্রেসিডেন্ট হতে পারে তাহলে আমি কেন পারবো না। এক ব্যক্তি যাকে নিজের কাম্পানি থেকে তাড়িয়ে দেওয়ার পরেও যদি অ্যাপেল এর মত কম্পানি গড়ে তুলতে পারে। তাহলে আমি কেন পারবো না। একটা মেয়ে যে নয় বছর বয়সে সেক্সচুয়ালি এডুউস্ট হওয়ার পরেও দশ বছর বয়সে প্রেগনেন্ট হওয়ার পরেও লোকাল টিভি সো থেকে বের করে দেওয়ার পরেও অস্কার জিততে পারে এবং কোটি কোটি টাকা ইনকাম করতে পারে তাহলে আমি কেন পারবো না। একটা জবলেজ মেয়ে যার স্বামী তাকে ডিভোর্স দিয়ে দেয় এবং তিন বছরের বাচ্চাটিকে ও মানুষ করার দায়িত্ব তার উপরে চলে আসে ডিপ্রেশনে যাওয়ার পরেও ওয়াল্ডের সবথেকে বিখ্যাত মুভিসেলিস্ট অর্থ্যাৎ হ্যারিকোয়াটার লিখে ফেলে যার ফলে সে কোটি কোটি টাকা ইনকাম করছে তার একদিনে ইনকামে একটি ল্যাম্বারডেমি কেনা যাবে তাহলে আমি কেন পারবো। এক ব্যক্তি যার পুরো বডি প্যারালাইস্ট চলা ফেরা তো দূরের কথা নিজের আঙ্গুল পর্যন্ত নাড়াতে পারে না সে যদি ওয়াল্ডের ওয়ান অফ দা বেস্ট সাইটিস্ট হতে পারে তাহলে আমি কেন পারবো না। তোমরা সব জিনিসেই এছিভ করতে পারো যে তোমরা করতে চাও যার স্বপ্ন তোমরা দেখ শুধু তার জন্য একটা আগুন দরকার একটা স্পার্ক দরকার নাথিং ইজ ইমপোসিবল আর এই স্পার্ক তোমাদের নিজেদের মধ্যে আছে তুমি নিজেই দোষি তোমার ফেল হওয়ার জন্য এখন তুমি যেখানে আছো সেটা তোমার অতিতের কর্মের ফল এবং কাল তুমি কোথায় পৌঁছাবে সেটা তোমার আজকের ফল হবে আমার তরফ হতে সকলকে ওল দা বেস্ট।