নিজেকে কি শেষ করতে চাইছো ? Don’t Waste Your Life 🔥 Binapani

নিজেকে কি শেষ করতে চাইছো ?  Don’t Waste Your Life 🔥 Binapani

Advertisements
Advertisements
Advertisements
Advertisements

আজ সমস্ত কিছু আছে তোমার কাছে নিজেকে যোগ্য বানানোর জন্য। নিজেকে দক্ষ বানানোর জন্য। নিজের লক্ষ্যক অর্জন করার জন্য তাও তুমি আজ অসহায়। আজ তুমি একা অনুভব করছো। নিজেকে তুচ্ছ অনুভব করছো। কোনদিনও কিছু করতে পারবে না এটা মেনে নিচ্ছো বা নিজের জীবনকে দোষ দিতে থাকছো। আর ঠিক সেই সমস্যার জন্য জীবনের পরিশ্রম করাই ছেড়ে দিচ্ছো। কারণ তুমি মনে করো কোন বড় জায়গায় পৌঁছাতে গেলে শুধুমাত্র অর্থের প্রয়োজন হয়। পরিশ্রম ত্যাগ আশা এগুলো মুল্যহীন তোমার কাছে। আর তাই জন্যে তো তোমার কাছে সব থেকেও তুমি আজ অযুহাতের শিকারী। অযুহাত আজ তোমাকে ঘিরে নিয়েছে চারিদিক থেকে তোমার কাছে স্মাট ফোন রয়েছে কিন্তু সেটার সঠিক ব্যবহার তুমি শিখো নি। তোমার কাছে বই রয়েছে কিন্তু পড়ার সময় পাও নি। বুদ্ধি তো রয়েছে কিন্তু সেটা তর্ক বিতর্ক আর মূল্যহীন কাজে নিয়োগ করায়। আজ বিশ্বাস তুমি অন্যের উপর রাখো। আজ নিজেকে ছেড়ে সবাইকে তুমি সুখী মনে করো। আজ বাবা মায়ের মুখ উজ্জল করার জন্য নিজের হেয়ার স্টাইল আর দামী পোষাক দিয়ে তুমি নিজেকে উচ্চ মনে কর। আজ বন্ধু বান্ধবকে তুমি বাবা মায়ের ঊর্দ্ধে বসিয়েছো। আজ প্রেমিক প্রেমিকার উপর নিজের মূল্যবান সময় তুমি শেষ করছো। আজ অজান্তে নয় জেনেই ব্যর্থতার কবলে নিজেকে দমন করেছো। জেনে রাখবে সময় আসবে একদিন যেদিন আজকের এই ভূলভ্রান্তি তোমার অধৈর্য্য তোমার অন্ধবিশ্বাস তোমার তোমারি কবরে তিন মুঠো মাটি দেবে। সেদিন তুমি চাইলেও আবার উঠে দাঁড়াতে পারবে না। সেদিন জিতে যাবে তোমার অযুহাত। সেদিন জিতে যাবে তোমার অন্ধবিশ্বাস। সেদিন জিতে যাবে তোমার ভুলভ্রান্তি আর পরিহাস। কাঁদবে সেদিন হারবে সেদিন ছোকাতেও পারবে না তুমি কারোর কোন ঋণ। সেদিন তুমি নিঃসঙ্গ সেদিন হবে না তোমার বাবা মা গর্ব। মনে রাখবে তোমার প্রেমিক প্রেমিকা তোমার কয়েক দিনের জন্য। আমি সেই দিনের কথা বলছি না যেদিন তুমি এই পৃথিবী ছেড়ে চলে যাবে। আমি তো সেই দিনের কথা বলছি যেদিন তুমি জীবিত থেকেও একটু একটু করে মরবে। সেদিন থাকবে না কেউ পাশে বলবে না কেউ হেসে সাহায্য করবে না কেউ ভালোবেসে। কারণ সেদিন তুমি ব্যর্থ সেদিন তুমি নিঃসঙ্গ সেদিন তুমি পুরোপুরি ভগ্ন। সেদিন তুমি জীবিত থেকেও তোমার পতন ঘটবে এই প্রতিদন্ধিতামূলক পৃথিবীতে। তবে একটা কথা জানো কি তোমার ওই পতন শুরু হয়ে গেছে ওলরেডি সেদিন থেকে যেদিন তুমি বই পাশে রেখে ফেইসবুক ইনেস্ট্রাতে সময় নষ্ট করেছো। যেদিন বাবা মায়ের মানা করা সত্বেও তুমি বন্ধু বান্ধবের সাথে ঘুরে বেড়িয়েছো। যেদিন তুমি একটা বাইক একটা ফোনের জন্য বাবা মায়ের সাথে জোর জুলুম করেছো। পতন তোমার শুরু হয়ে গেছে আগে থেকেই। এবার তোমার উপর নির্ভর তুমি এই পতনটাকে থামাবে নাকি এভাবেই নিজেকে একটু একটু করে শেষ করতে দেবে যদি আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে আলোচনাটি তার সাথে শেয়ার করো যার এটার প্রয়োজন। আর নিত্য নতুন পাওয়ার ফুল মোটিভেশন পেতে বিনা পানির সঙ্গে থাকুন। ধন্যবাদ। এটা তোমার উপর নির্ভর।

Related posts

Leave a Comment