25 Minutes Non Stop Motivational Speech In Binapani

25 Minutes Non Stop Motivational Speech In Binapani

নিজেকে বদলাতে চাইলে, তবেই এই আলোচনাটি দেখো,,,,

ভেবে দেখো সেই সময় যেদিন তুমি ঠিক করেছিলে তুমি এই স্বপ্নটাকে পূরণ করবে। তুমি শপথ নিয়েছিলে নিজের কাছে যে তুমি যেকোন মূল্যে এই স্বপ্নটাকে পূরণ করবেই। সেদিনও স্বপ্নটা স্বপ্ন ছিল আর আজও সেই স্বপ্নটা স্বপ্নই রয়ে গেছে। সময় বদলাচ্ছে মানুষ বদলাচ্ছে কিন্তু তুমি নও। আজও সেই বন্ধুগুলোর দিব্যি দিয়ে তোমাকে ঘুরতে নিতে চলে যাচ্ছে। আজও তুমি কল্পনাই করে যাচ্ছো তোমার সেই স্বপ্নটাকে। তার জন্য যা পরিশ্রম করণীয় তুমি তার ১% করছো না।

Advertisements

আজ সময় তোমার কাছে আছে তার সত্বেও তুমি সেটাকে নষ্ট করছো। তুমি নিজের থেকে বেশি আজ অন্যদের বিশ্বাস করছো। তুমি ভাবছো জীবনটা অনেক সহজ। সহজেই সাফল্য পাওয়া যায়। সহজেই স্বপ্ন পূরণ করা যায়। এ রকম মানসিকতা নিয়ে তুমি সামনে এগোতে পারবে না। তোমার ভাবনা চিন্তাকে না বদলালে তোমার স্বপ্নটা কোন দিনও বাস্তবে পরিণত হবে না সেটা স্বপ্নই রয়ে যাবে।

আজ নিজেকে প্রশ্ন করো কেন তোমার স্বপ্নের থেকে তোমার বন্ধু বান্ধব গুরুত্ব হয়ে গেল? কই সেদিন তো ছিল না যেদিন তুমি ঠিক করেছিলে আমি এই স্বপ্নটাকে পূরণ করবো। সেদিন তো তুমি প্রতিজ্ঞা নিয়েছিলে নিজের কাছে যে আমি এই স্বপ্নটাকে পূরণটাকে কোনমতে ছাড়বো না যতই বাঁধা আসুক আমি ঠিক লড়বো প্রত্যেকটা বাঁধার সাথে। তাহলে আজ কেন ভুলে গেছো সেই প্রতিজ্ঞা।

Advertisements

খুব তাড়াতাড়ি তোমার জীবনে এমন দিন আসতে চলেছে যেখানে সবাই তোমার দিকে তাকিয়ে হাসবে। কারণ এই পৃথিবীতে ব্যর্থতার কোন জায়গা নেই। তুমি অযুহাত দিলে নিজেকে বোকা বানাবে আর পরিশ্রম করলে নিজেকে শ্রেষ্ঠ বানাতে পারবে। স্বপ্নকে আজও স্বপ্নের মতো রেখো না। আর কবে আসবে তোমার সময় তুমি যেটার অপেক্ষা করছো যার জন্য অপেক্ষা করছো। আসবে না কেউ তোমার হয়ে তোমার স্বপ্ন পূরণ করে দিতে। জীবনে আনন্দ ফুর্তি সবকিছুই পাবে কিন্তু এই সময় যেটা আজ চলে যাচ্ছে এটাকে তুমি হাজার কেঁদেও ধরে রাখতে পারবে না। হাজার দিব্যি দিয়েও এটাকে তুমি আটকে রাখতে পারবে না।

Advertisements

কারণ সময় কারোর গোলাম নয় সে ঠিক বেড়ে যাবে তার গতিতে। যদি তুমি এর সাথে চলতে চাও তাহলে আজ তোমাকে পরিশ্রমের মধ্য দিয়ে এগোতে হবে। কঠিন সময়ের মধ্য দিয়ে এগোতে হবে। যদি সাফল্য সহজ হতো তাহলে আজ প্রত্যেকটা মানুষ পৃথিবীর সাফল্য অর্জন করতো। তুমি যদি বোঝাতে চাও যে তুমি তাদের থেকে আলাদা তাহলে আজ তোমাকে এই পরিশ্রমের রাস্তা বেছে নিতেই হবে জীবনে কিছু করার জন্য। না হলে তুমিও তাদের মতোই থেকে যাবে যারা ব্যর্থতা পেয়েছে বা যারা ব্যর্থতা পাবে জীবনে।

আজও তোমার স্বপ্ন তোমার জন্য অপেক্ষা করছে আর তুমি অন্য কারোর অপেক্ষা করছো যে হয়তো কোন দিনও আসবে না। তুমি আজ যার জন্য অপেক্ষা করছো বা যাদের জন্য অপেক্ষা করছো বা যেটার জন্য অপেক্ষা করছো সেগুলো তুমি সেই দিন অর্জন করতে পারবে যেই দিন তুমি তোমার স্বপ্নকে অর্জন করবে। সবথেকে আগে তোমার স্বপ্ন তোমার ইচ্ছে।

Advertisements

তোমার ভালোবাসা তোমার স্বপ্নের সাথে হওয়া দরকার। তোমাকে ভালোবাসার যোগ্য করে তুলবে মানুষের কাছে। তাই আবার সবকিছু ভুলে আবার সেই দিনের কথা ভাবো যেদিন তুমি ঠিক করেছিলে এটা তোমার স্বপ্ন। আর আজকের দিনটা কোথায় আছো তুমি আদৌ সেই পরিশ্রমটা করছো স্বপ্নকে পূরণ করার নাকি তুমি পথভ্রষ্ট হচ্ছো। এখনি সময় নিজেকে প্রশ্ন করার এটা? কারণ আর সময় তোমার কাছে নেই আর সময় তুমি পাবে না। কারণ স্বপ্ন সারা জীবন অপেক্ষা করবে না তোমার।

সে অপেক্ষা তখনি করবে যখন তুমি তাকে পাওয়ার যোগ্য হবে। তোমার যেটাই স্বপ্ন থাক আর যত বড়ই স্বপ্ন থাক জীবনে কোনদিনও পথভ্রষ্ট হবে না। কারণ তুমি নিজেকে দেওয়া কথা যদি না রাখতে পারো তাহলে সাফল্য তোমার জন্য নয়। তুমি আবার উঠে দাঁড়াও আর এবার আরোও জোড়ালো ভাবে তুমি প্রতিজ্ঞা করো নিজের কাছে আর বলে দাও নিজের স্বপ্নকে আমি আসছি। 

Related posts

Leave a Comment