Power Of LonelinessđŸ”Ĩ Binapani

Power Of Loneliness🔥 Binapani

Advertisements
Advertisements

সাফল্য একটা অন্ধকার এবং একজন নির্জন রাস্তা। একটা কঠিন রাস্তা। একটা বাঁধা বিপত্তি ভরা রাস্তা যেটা সবার জন্য নয়। যারা সর্বধা অন্যদেরকে ফলো করে অন্যদের মতো করে জীবন কাটাচ্ছে তারা কখনোই জানতে পারবে না যে তারা কি করতে পারে তাদের জীবনে। শুধু যারা নিজের বানানো পথে চলছে তারাই আবিষ্কার করবে তাদের প্রকৃত ক্ষমতা। যারা নিজের ডানায় আকাশ ভ্রমণ করতে জানে তাদের ডানাই সবথেকে বেশী শক্তিশালী। একটা পাখি গাছের ডালে বসার কখনো ভাবে না যে ডালটা কতটা শক্ত। কারণ সে তার ডানার প্রতি যথেষ্ট বিশ্বস্থ। যারা একা চলতে ভালোবাসে তাদের নিজের বানানো পথে তাদের লক্ষ্য সবার থেকে আলাদা হয়। বাকীদের সর্বদা প্রয়োজন হয় অন্যদর সাপোর্টের তাদের বেঁচে থাকার জন্য। তারা সর্বদা কারোর কাছে গুরুত্বপূর্ণ হতে চায়। তাদের জীবনে সর্বদা কারোর সাহায্যের প্রয়োজন হয়। কিন্তু আমি আজ শান্তিপূর্ণভাবে একাই এগোচ্ছি। আজ কারোর প্রয়োজন নেই আমার কারোর এটেনশনের। আজ কারোর প্রয়োজন নেই আমার সাহায্যের। তবুও আজ আমি সফল অনুভব করি নিজের ভিতর থেকে। আমরা এটা বলছি না যে তুমি সর্বদা একা এগোবে তোমার জীবনে কিছু করার জন্য। এটা শুধু তাদের জন্য যারা একাই লড়ছে তাদের জীবনের সাথে প্রতিটা মুহূর্তে। যারা অন্যদের মতো সাধারণ মাপের জীবন কাটাতে চায় না। অথচ যাদের কেচ্ছাকোট করার মতো কেউ। যাদেরকে বিশ্বাস করার কেউ নেই যে তারাও কিছু করতে পারে তাদের জীবনে। তোমার দরকার নেই আজ কারোর বিশ্বাসের যদি তুমি বিশ্বাস রাখো শুধু নিজের উপর। তোমার প্রয়োজন নেই কারোর সাপোর্টের কারণ তুমি যথেষ্ট সক্ষম নিজেকে সাপোর্ট করতে। হ্যাঁ এটা কঠিন কিন্তু অসম্ভব নয়। হ্যাঁ এটা চ্যালেঞ্জিং কিন্তু কখনোই ধরা ছোঁয়ার বাইরে নয়। যখন তুমি সেই জীবন কাটাবে যে রকম ভাবে তুমি কাঁটাতে চাও। যখন তুমি নিজের কাছে সর্বদাই সত্য থাকবে যেমনটা তুমি থাকতে চাও। যখন তুমি মত্ত থাকবে নিজেকে নিজের মতো বানাতে তখন তোমার প্রয়োজন হবে না নিজেকে দুনিয়ার রং এ সাজাতে। কারণ এই দুনিয়া তোমাকে তখন সম্মান করবে যখন তুমি প্রকৃত সাফল্য অর্জন করবে। আজ তুমি একা এতে এই দুনিয়ার মানুষের কোন যায় আসে না। কারণ মানুষ তাদেরই পছন্দ করে যারা গর্বিত তাদের পরিশ্রমের প্রতি। যাদের মধ্যে সাহস থাকে যারা বিশ্বাস হারায় না। যারা টিকে থাকে তাদের লক্ষ্যে। যারা নিজের মনের কথা শুনে। কারণ এগুলো সবাই করতে পারে না। আর তাই যারা করতে পারে মানুষ তাদেরকেই অনুসরণ করে এবং তাদের মতোই হওয়ার চেষ্টা করে। দেখিয়ে তাদের সেই পথ তুমি আর কোন মতেই থেমো না। বিশ্বাস রাখো শুধু নিজের উপর সবকিছুই পরিবর্তন হবে যখন তুমি সেই লক্ষ্যে পৌঁছাবে। তোমাকেও আর একা চলতে হবে না যখন এটা পরিবর্তন হবে। তখন তুমি শুধু নিজেকেই অনুপ্রাণিত করবে না তুমি অনুপ্রাণিত করবে আশেপাশের সবাইকে। তুমি অনুপ্রাণিত করবে সারা বিশ্বকে। কারণ তুমি প্রমাণ করেছো একাকীত্বকে জয় করতে। কারণ তুমি প্রমাণ করেছো নির্ভীক থেকে অবিরাম ভাবে চলতে। আমি শিখেছি আজ জীবনে একাই লড়তে। আর তাই আমি নির্ভীক। আমি তৈরি করেছি আমার নিজের মনোবল যা কেউ কোনদিনও ভাঙতে পারবে না। কারণ আমি একাই লড়েছি যখন আমার সাথে কেউ ছিল না। আর সেটার থেকেই আমি শিখেছি পেরোতে সকল যন্ত্রণা সেই সকল কষে্টর জন্য আজ আমি প্রবল। সেই সমস্ত বাধা বিপত্তির জন্যই আজ আমি নিজেকে এই পর্যায়ে নিয়ে আসতে পেরেছি। যেটা অন্যরা শুধু স্বপ্নই দেখে। আমি লড়েছি একাই সেই অন্ধকার রাতে যখন ছিল না কেউ আমার সাথে। আমি থেকেছি সকল ঘাত প্রতিঘাতে ছিল যখন লাগাল সব সহানুভূতির হাতের। তবেই আজ আমি দেখতে পেরেছি আলোয়। ঘুচিয়ে দিয়ে সব সমস্যার আঁধার কালো। পুরো আলোচনাটি পড়তে নিচের লিংকটিকে ক্লিক করুন।

Advertisements
Advertisements

https://www.youtube.com/watch?v=YVOJxIlVd8o

Related posts

Leave a Comment