Rise Up đŸ”Ĩ Bangla Motivational Video Binapani

Rise Up 🔥 Bangla Motivational Video Binapani

Advertisements
Advertisements
Advertisements
Advertisements

যখন একে একে সবাই তোমাকে ছেড়ে দিতে চাইবে। যখন সবাই তোমাকে তাদের ভাষণ দিয়ে বাঁধা দিতে থাকবে। প্রত্যেক কদমে তোমাকে আটকাতে থাকবে। তারা চাইবে তোমাকে তাদের সাথে নিয়ে যেতে। তারা চাইবে তোমাকে তাদের ব্যর্থতার চেনে বেঁধে রাখতে। তারা চাইবে প্রতি মুহূর্তে তোমাকে কষ্ট দিতে। তুমি বেরিয়েছো আজ আকাশ ছুঁতে। তারা চাইবে তোমাকে মাটিতে ফেলে দিতে। কিন্তু তোমার লক্ষ্য তারা কোন দিনও বুঝবে না। তোমার কষ্ট তারা কোন দিনও দেখতে পাবে না। কারণ তাদের ভাবনা চিন্তা একটা জায়গা পর্যন্তই সীমাবদ্ধ। তারা ভাবতে পারবে না তোমার উপর। তারা আর সকল মানুষদের মতই তারা একটা সাধারণ জীবন কাটাতে চায়। তারা সহজ আর অযুহাতে নিজেদের জড়াতে চায়। তাই তারা এটা চায় সফল তারা হতে দিবে না অন্যদেরকে। এরা বলতে থাকবে ততক্ষণ এরা বাঁধা দিতে থাকবে ততক্ষণ যতক্ষণ পর্যন্ত না তুমি সাফল্য অর্জন করছো। যতক্ষণ পর্যন্ত না তুমি আকাশকে ছুঁতে পারছো। ধরে নাও এদের কাজই এটা মানুষের মনবলকে ভাঙা কিন্তু তোমাকে অটুট থাকতে হবে তোমার এই জীবনে। তারা চাইবে তোমাকে পথভ্রুষ্ট করার কিন্তু তোমার চোখে তোমার লক্ষ্য স্পষ্ট থাকবে। তারা চাইবে তোমাকে বোঝাতে তুমি দুর্বল। তুমি পারবে না এতো বড় স্বপ্নকে পূরণ করতে। কিন্তু তোমার বিশ্বাস সর্বদা নিজের উপর থাকবে। নিজের পরিশ্রমের উপর থাকবে। তারা হাজার চেষ্টা করুক তোমাকে হাজার বার হারাতে চাক তুমি হারবে না নিজের কাছে। এই পৃথিবীতে তোমার লড়াই শুধু নিজের কাছে। যেদিন তুমি নিজেকে জিততে পারবে সেদিন তোমাকে কেউ হারাতে পারবে না। আজ তোমাকে কঠোর থাকতে হবে নিজেকে জিততে গেলে। নিজের স্বপ্নকে পূরণ করতে গেলে। আজ প্রয়োজন নেই তোমার কারও সাথে লড়ার। আজ প্রয়োজন নেই ওদেরকে যোগ্য জবাব দেওয়ার। আজ প্রয়োজন নেই ওদেরকে আটকাবার। করুক যেটা করছে ওরা দিক যত বাঁধা দিকে পারে ওরা। বলুক যা বলছে ওরা তোমাকে আজ ওদের কথায় কান দিলে চলবে না। তোমাকে আজ ওদের দেওয়া কষ্টে দুঃখ পেলে চলবে না। তুমি ‍শুধু এগিয়ে যাও নিজের লক্ষ্যের দিকে। তুমি উপরের উঠতে থাকো এখন বাকী আছে তোমার আকাশ ছুঁতে। আর তুমি যত উপরে উঠতে থাকবে ওরা তত একে একে বাঁধা দেওয়া বন্ধ করবে। কারণ ওদের লেবেল মাটি পর্যন্ত ছিল ওরা পারবে না তোমাকে ছুঁতে আর। ওরা পারবে না আর তোমাকে বাঁধা দিতে আর। ওরা পারবে না আর তোমাকে দেখে হাসাহাসি করতে তোমায়। কারণ তুমি পৌঁছে গেছো তোমার লেবেলে। যেখান থেকে তারা শুধু তোমায় দেখতেই থাকবে বাঁধা আর দিতে পারবে না। তাই সর্বদা নিজেদের অন্যদের গুরুত্ব দেওয়া বন্ধ করো। তারা বাঁধা দিতে চাইবে তারা তোমাদের নিজেদের সাথে নিয়ে চাইবে। কিন্তু তোমাকে তোমার জায়গায় অটুট থাকতে হবে। হাজার চেষ্টা করবে ভাঙতে তোমায় কিন্তু তারা কোনদিনও তোমায় ভাঙতে পারবে না। যদি তুমি নিজের কাছে অটুট থাকো। আর একটা সময় অবশ্যই আসবে যেখানে তারা আর বাঁধা দিতে পারবে না তোমায়। কারণ তাদের লেবেল তোমার লেবেলের সমান নয়। সেদিন তুমি অর্জন করতে পারবে প্রকৃত সাফল্য। আজ যেটা তোমার স্বপ্ন আছে যে রূপে তুমি নিজেকে ভবিষ্যতে দেখতে চাও। পরিশ্রম করো কঠোর পরিশ্রম নিজেকে সেই রূপে বদলানোর জন্য। তোমার যত বড় স্বপ্ন আছে তোমার বাঁধাও ঠিক তত বড়ই হবে। কিন্তু তোমাকে হার মানলে চলবে না তোমাকে থেমে গেলে চলবে না। তোমাকে প্রত্যেক কদমে এগিয়ে যেতে হবে নিজের লক্ষ্যে দিকে। তারপর যারা তোমাকে বাঁধা দেওয়ার চেষ্টা করতো তারাও থেকে থেকে হারিয়ে যাবে। তোমার সাফল্যই পারে তোমাকে দেখাতে তোমার লেবেল। তাই অন্যেরা যেটা করছে করুক তুমি তাদের কথায় কান দিওনা। তাদের কথায় তুমি দুঃখ পেওনা তুমি এগিয়ে যাও নিজের লক্ষ্যের দিকে। তোমার লেবেল তাদের লেবেলের সমান নয়। আর তোমার লক্ষ্যটা তাদের নয় সেটা তোমার। তাই তোমাকেই লড়তে হবে সেটা পেতে গেলে। ভুলে যাও তাদের কথা তাদের কাজের কথা মানুষকে বাঁধা দেওয়া। কিন্তু তোমার কাজ এটা নয় তোমার যেটা কাজ সেটা এখনও অপেক্ষা করছে তোমার জন্য। তাই এগিয়ে যাও নিজের লক্ষ্যে দিকে। যদি আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে আলোচনাটি তার সাথে শেয়ার করো যার এটার প্রয়োজন। আর নিত্য নতুন পাওয়ার ফুল মোটিভেশন পেতে বিনাপানির সঙ্গে থাকুন। ধন্যবাদ।

Related posts

Leave a Comment