Self Talk 🔥 // Powerful Bengali Motivational Speech
আমার কি করণীয় যেখানে আমি পৌঁছাতে চাই সেখানে পৌঁছানোর জন্য। আমাকে আজকের কি করা দরকার। আগামী কাল আমি যে মানুষটা হতে চাইছি তার জন্য। আমাকে কি করা প্রয়োজন আমার স্থির করা স্বপ্নে পৌঁছানোর জন্য। আমার এখন কি কি করণীয়? প্রত্যেকটা মুহূর্ত যখন তুমি তোমার জীবনের ছোট ছোট সীদ্ধান্ত গুলোকে নিকাড়ীত কর। তখন অবশ্যই এমন সব শক্তিশালী প্রশ্নগুলোকে নিজের কাছে কর যে আগামী কাল আমি কিসের জন্য গর্ববোধা করবো। আগামী কাল আমি কেমন হতে চাইবো। আমি কি হতে চাইবো একজন যে কিনা ছেড়ে দেয়। নাকি হতে চাইবো একজন যে কিনা সংগ্রাম চালিয়ে যায়। আমি কি হতে চাইবো একজন যে কিনা সহজের কাছে দৌঁড়ায়। নাকি হতে চাইবো একজন যে কিনা সমস্ত কিছুর মধ্য দিয়ে এগোয়। আমি কি হতে চাইবো একজন যে কিনা প্রলোভনে আসক্ত। না কি হতে চাইবো একজন যে কিন সৃঙ্খলার সাথে এগিয়েছেন। সৃঙ্খলা! কারণ আজকে আমি যে পরিশ্রম করছি সেটা মূল্য যোগ্য হচ্ছে আগামীর জন্য। যে সৃঙ্খলার মধ্য দিয়ে আজ এগোচ্ছি সেটা মূল্যযোগ্য হচ্ছে বহু আগামীর জন্য। যে শক্তিশালী সীদ্ধান্ত আমি আজ নিচ্ছি সেটা বহন করছে গর্ব বহু আগামীর জন্য। আজকে তোমার কি করণীয় তোমার সামনের ভবিষ্যতকে প্রকট করার জন্য। এখন তোমার কি করা প্রয়োজন যেখানে তুমি পৌঁছাতে চাও সেখানে পৌঁছানোর জন্য। এখন তোমার কি শিখবার প্রয়োজন তোমাকে কেমন হয়ে উঠা প্রয়োজন তোমার যোগ্য ফলাফল অর্জনের জন্য। কোন বিষয়গুলোকে তোমার সবথেকে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। কোন ধরণের দক্ষতা তোমাকে রপ্ত করা প্রয়োজন। তুমি কখনোই পরবর্তী অধ্যায়ে পৌঁছাতে পারবে না। যদি নিজেকে না সঠিকভাবে দক্ষ করে তুলো পরবর্তী অধ্যায়ের জন্য। তুমি কখনো একটা মহৎ উঁচু জায়গায় পৌঁছাতে পারবে না যতক্ষণ না তুমি ওই জায়গায় পৌঁছানোর জন্য দক্ষ এবং যোগ্য ব্যক্তিতে পরিণত হচ্ছো। এটা খুবই সোজা একটা সহজ বিকল্প খুঁজে নেওয়া। এটা খুবই সোজা দশ রকম যুক্তি দেখানো। যেখানে তোমার আশে পাশে কেউই একটা উঁচু পর্যায়ে নেই। কেউই তাদের সর্বোচ্চ মাত্রায় পৌঁছায় নি। এনারা ব্যাপারগুলোকে মেনে নিয়েছেন। এটা খুবই সোজা যে একটা বিশাল মাঝারী মাপের মানুষে পরিণত হওয়া। কিন্তু যেটা সহজ নয় সেটা হল কাজ করা যখন তোমার করতে ভালো লাগে না। যেটা সহজ নয় সেটা অনবরত বৃদ্ধি করা নিজের বিশ্বাস নিজের পরিশ্রম নিজের সৃঙ্খলা নিজের ইচ্ছা যখন অন্যেরা স্বাচ্ছন্দ বোধ করছে। যখন তোমার ভিতরের ধ্বংশাত্মক ধ্বনি তোমাকে বলছে খুব বেশী মহৎ না হলেও চলবে। খুব বেশি উচ্চাকাঙ্খা না রাখলেও চলবে। এগুলো তোমার জন্য নয়। আর তাই যেটা সহজ নয় সেটা হল একটা বড় স্বপ্ন দেখা এবং সেটার জন্য কঠোর পরিশ্রম করা। কারণ বেশির ভাগ লোক এগুলো করেও না আর বেশির ভাগ লোক এগুলো পাবে না। সুতরাং যেটা সহজ নয় সেটা হল এমন বড় লক্ষ্য স্থির করা যেটা দেখে লোকে ভাববে তুমি একজন উম্মাত। তুমি কখনোই পাহাড়ের চূড়ায় পৌঁছাতে পার না একটা সোজা রাস্তা দিয়ে। এটা সব সময় একটা উঁচু রাস্তা একটা দুর্গম রাস্তা একটা চ্যালেঞ্জ। একটা চ্যালেঞ্জ যেটা তৈরি করে তোমার শক্তি তোমার গর্ব তোমার সাহস একটা সংগ্রাম যেটা বানায় তোমার চরিত্র। বানায় একজন দক্ষ কঠিন মানব। তুমি কখনোই একটা উঁচু জায়গায় পৌঁছাতে পারো না। নিজেকে একই জায়গা স্থির রেখে তোমাকে অবশ্যই উপরের উঠতে হবে সংগ্রাম করতে হবে এবং কঠোর পরিশ্রম করতেই হবে যেটা উপরের অধ্যায়ের জন্য প্রয়োজন। সুতরাং সেই সমস্ত কিছুই করো যেগুলো তোমাকে সেই ব্যক্তিতে পরিণত করে যেটা তোমার হয়ে উঠা প্রয়োজন। সেই ব্যক্তি যাকে তুমি হৃদয় থেকে জানো। কিসের জন্য তুমি অমর হতে চাও। আগামী কাল তুমি নিজেকে কোথায় দেখতে চাও। এই আলোচনাটি পুরোটাই পড়তে নিচের লিংকটিতে ক্লিক করুন। ধন্যবাদ।