Struggle Makes Us Strongest 🔥 Binapani
মনে কর তুমি সেই সব কিছু পেয়ে গেছো যা কিছু তুমি চাইছো। কোন রকম কঠিন প্রচেষ্টা ছাড়াই কোন রকম কঠিন চ্যালেঞ্জ ছাড়াই কিংবা কোন রকম কঠিন সংগ্রাম ছাড়াই। অনেকে ভাবছো ভালই তো কিন্তু এটা ভাবছো না তুমি হয়ে উঠছো কতটা দূর্বল। আর ঠিক ততটা পরে যখনি তোমার জীবনে কঠিন সমস্যা আসবে তুমি জানবেই না এটাকে কিভাবে সামলাতে হয়। কারণ তুমি কখনোই এ রকম কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে চলো নি যেটা তোমাকে মজবুত বানাবে। তুমি কখনোই বিকশিত হয়ে পারো নি কোন রকম সংগ্রাম ছাড়া। তুমি কখনোই মজবুত হবে না কোন রকম মজবুত ছাড়াই। কোন রকম অস্বাচ্ছন্দতা ছাড়াই। কোন রকম কঠিন পরিশ্রম ছাড়াই। যন্ত্রণা তোমার বন্ধু। হয়তো এই মুহূর্তের জন্য কিন্ত পরবর্তীর জন্য। তোমার মানসিক বিবর্তনের জন্য। তোমার লম্বা সময়ের সুবিধার জন্য। একজন মজবুত মানবের রূপান্তরিত হওয়ার জন্য যন্ত্রণাই তোমার বন্ধু। যদি তুমি ব্যর্থতাই না দেখো যদি তুমি সংগ্রামই না কর। যদি তুমি হতাশই অনুভব না কর তোমার মধ্যে শক্তির অবনতি ঘটবে। ভয় তোমাকে ঘিরে ধরবে। দুশ্চিন্তা তোমাকে ভূল পথে চালিত করবে। তুমি মজবুত হতে পারবে না। তুমি সাহসি হতে পারবে না। তুমি কখনোই সহানুভূতি প্রকাশ করতে পারবে না। আর কিভাবে তুমি পারবে? এই সমস্ত গুণ তৈরি হয় মানসিক যন্ত্রণা থেকে। সংগ্রাম থেকে পরিশ্রম থেকে। তোমাকে যন্ত্রণা দেওয়া হয় কারণ তুমি ওটাকে সামলানোর জন্য। তোমাকে এই জীবনটা দেওয়া হয়েছে কারণ তুমি যথেষ্ট শক্তিশালী এটাতে বাঁচতে। যথেষ্ট শক্তিশালী এটাতে চলতে। যথেষ্ট শক্তিশালী এটাতে চলতে উন্নতি করতে এবং অন্যদেরকে অনুপ্রাণিত করতে। যাতে তোমাকে দেখে অন্যরাও বলতে পারে ওই ছেলেটা পেরেছে কিংবা ওই মেয়েটা পেরেছে। এর অর্থ আমার মধ্যে সেই সকল শক্তি রয়েছে এবং আমিও পারবো। তুমি অনেক অসীম গুণ বেশি শক্তিশালী তোমার ভাবনার তুলনায়। তুমি এখনও পর্যন্ত সমস্ত পরিস্থিতিকে সামলে নিয়েছো এবং এখন এই মুহূর্তে এই আলোচনাটা পড়ছো। আর তুমি সেই সবকিছুকেও সামলে নেবে যেগুলো সামনে আসতে চলেছে। কিন্তু এবার থেকে পরবর্তী সময়ে যখন তোমার জীবনে সংগ্রাম আসবে আমি চাই তুমি তোমার ভাগ্যকে অভিশাপ দাও। বরং জানো এটাকে পাঠানো হয়েছে কোন একটা কারণে এবং শিখোনিও অধ্যায় হিসাবে। হয়তো তোমাকে আরও মজবুত বানাবে। হয়তো তোমাকে আরও ধৈর্য্যশীল বানাবে। হয়তো বা তোমাকে চরিত্রকে আরও একধাপ উন্নত করবে। অব্যশই একটা কারণ রয়েছে। তাই ঘাবড়ে যেও না কিংবা ছেড়ে দিও না। তুমি উদ্দেশ্য নিয়ে এসেছো এই ধরণীতে। আর এটাকে তুমি খুঁজে নিতে পার তখনি যখন তুমি চলতে থাকছো শিখতে থাকছো আর দক্ষ হতে থাকছো। তোমার সংগ্রামেই তোমাকে তৈরি করছে আজকে তুমি। তোমার সংগ্রামেই হলো তোমার জীবন। তোমার সংগ্রাম তোমার উপহার। অনেকেই সংগ্রামকে খারাপ চোখে দেখে কিন্ত ুতুমি মনে রেখো তোমার সংগ্রামেই হতে পারে তোমার উপহার। যেটা কিনা করতে পারে বিশ্বকে মুগ্ধ। কেউ শুনতে চায় না এমন একজনের গল্প যাকে সবকিছু দিয়ে দেওয়া হয়েছে। বরং মানুষ জানতে চায় এমন একজন পুরুষের গল্প বা মহিলার গল্প যিনি কিনা যন্ত্রণাকে সহ্য করেছেন এবং লড়াই চালিয়েছে আর বদলে ফেলেছে নিজের সংগ্রামকে নিজের উপহার। সুতরাং এখন কি তুমি চাও যে লোকে তোমাকে দেখে দুঃখ প্রকাশ করুক নাকি তুমি চাও মানুষ তোমাকে দেখুক আর অনুপ্রেরণা অর্জন করুক। তুমি কি সত্যি হতে চাও একজন কিংবদন্তি কিংবা এক অনবদ্ধ উদাহারণ। কারণ এমন অনবদ্ধ যোদ্ধাদের জন্মই হয় সংগ্রামের উপত্যেকায়। তোমার অতীতে যা কিছু ঘটেছে সেগুলোর তুলনায় তুমি অনেক গুণ বৃহৎ। আর তাই তুমি সবকিছু পেরিয়ে আজ এখানে দাঁড়িয়ে। ভয় একটা কাল্পনিক অবস্থা কিন্তু বাস্তব হল একটা সংগ্রাম। বাস্তবি হল সংগ্রাম। সুতরাং সংগ্রামকে গ্রহণ কর আর বাস্তবকে বদলে ফেলো। কারণ যখনি তুমি সংগ্রামকে এড়িয়ে চলার চেষ্টা কর এটা তোমাকে বাস্তবকে পিছিয়ে দিচ্ছে। তাই তোমার সংগ্রামই হল সেই রাস্তা যেটার সাহায্যে তুমি পৌঁছাতে পার তোমার সেই অনবদ্ধ অবস্থায়। সুতরাং কোন রকম দ্বিতীয় চিন্তাগুলোকে সুযোগ দিওনা যেগুলো তোমার সংগ্রাম থেকে দুরে সরানোর চেষ্টা করছে। কখনোই অন্যদের দোষারোপ করো না তোমার নিজের সম্যাগুলোর জন্য। নিজের লড়াইটা নিজেই লড়তে শেখো। এটা একটা নতুন দিন। সম্পূর্ণ নতুন দিন আর তুমি এক অফুরন্ত শক্তি অনবদ্ধ সীমাহীন।