The Real You 🔥 | Bangla Motivational Speech
দেখো আকাশের দিকে আজও তারা উঠেছে কিছক্ষণের মধ্যে সেটা ঢেকে দেবে সূর্য আলো দিয়ে। আবার তুমি হারিয়ে ফেলবে এভাবে একটা দিন। যেরুপ হারিয়ে আসছো তুমি কয়েক বছর ধরে অন্যদের কথা শুনে আর অন্যদের দেখে। আরও কত ধরণের অকৃয়ীয় কাজ করে এভাবে চলতে থাকলে চলে যাবে জীবনের সেই দিনটাও যেদিনটার আর কেউ অপেক্ষা করে না। যেদিন টাকে আর কেউ চায় না জীবনের শেষ দিন। হাজার চাইলেও কেউ এই সত্যিটাকে মিথ্যা প্রমাণ করতে পারবে না। তখন তুমি সেই দিনে নিজেকে একটা প্রশ্ন কর আমি এই পৃথিবী থেকে কতটা সুখ নিয়ে যেতে পারছি। কতটা এই পৃথিবীতে মানুষের মন জয় করে যাচ্ছি। কতটা জল মানুষের চোখে দিয়ে যেতে পারছি। আর কতটা বল হিনবল মানুষের মনে দিয়ে যেতে পারছি। তুমি যেভাবে প্রত্যেকটা দিন নষ্ট করছো ঠিক সেভাবেই এই দিনটাই হতে চলেছে তোমার জীবনের কণ্ঠক। যেটা যন্ত্রণা তুমি ততক্ষণ বুঝতে পারবে না যতক্ষনণ তোমার বাবা আছে বা তোমার বাবার উপার্জন করা টাকা আছে। তবে একদিন এটা শেষ হবেই কারণ সময় কারও গোলাম নয়। ঠিক সেই দিন তুমি কি করবে? ঠিক সেই দিন একে একে তোমার বন্ধুরা তোমার সাধ ছাড়বে। তখন তুমি কি করবে? ঠিক সেই দিন তোমার চেনা মানুষগুলো অচেনা হয়ে সরে পড়বে তখন তুমি কাকে ডাকবে? তোমাকে শোনার মত কেউ থাকবে না। কারণ এটা স্বার্থপর পৃথিবী বন্ধু যেখানে মানুষ মানুষের উপকার করার আগে নিজের ক্যামেরা ওপেন করে। এখানে মানুষের শত্রুরাই সবথেকে ভালো বন্ধু হয়। এখানে সাহায্য আর উপকারের কোন মর্যাদা নেই। এখানে যে তোমাকে দামী রেস্টুরেন্ট এ নিয়ে গিয়ে খাওয়াতে পারবে সেই প্রকৃত বন্ধু। পারবে তখন তুমি এই পৃথিবীতে নিজের পায়ে দাঁড়াতে। পারবে তখন কোন সাহায্য ছাড়াই নিজের শীর্ষে পৌঁছাতে। পারবে তখন নিজের সব কষ্ট চেপে নিজেকে মানাতে পারবে না তুমি। পারবে না! কারণ আজ তুমি অকৃয়ীয় কাজে সময় নষ্ট করছো। ছোটখাট ব্যাপারে নিজেকে ছোট করে নিচ্ছো। তুমি যতদিন পর্যন্ত না নিজেকে চিনতে পারবে যে তুমি কি করতে পারো ততদিন পর্যন্ত তুমি এই পৃথিবীকে চিনতে পারবে না। আর যখন তুমি এই পৃথিবীকে চিনবে হয়তো তখন অনেক দেরী হয়ে যেতে পারে। তাই এখনো সময় আছে তোমার কাছে। আজ থেকে তুমি একটা দিনও এভাবে নষ্ট করবে না। আমি জানি না তোমার কি স্বপ্ন আছে? আমি জানি না তুমি জীবনে কি হতে চাও? তবে সেটা তোমার থেকে কেউ ভালো জানে না এটাও তুমি জানো। তাহলে কার অপেক্ষা করছো তুমি কেউ আসবে না তোমার হয়ে তোমার স্বপ্ন পূরণ করে দিতে। কারণ সেটা তোমার স্বপ্ন। তুমি যদি সেটাকে পূরণ করতে পারো তাহলে তার আনন্দ ভোগ তুমিই করতে পারবে। আর তুমি যদি সেটাকে পূরণ করতে না পারো ব্যর্থতাও তোমাকেই দেখতে হবে। তাই অনেক সময় নষ্ট হয়েছে আর নয়। এবার সময় শুধু নিজেকে বদলানোর সারা বিশ্বকে দেখাবার তোমার আসল রূপ। যদি আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে আলোচনাটি তার সাথে শেয়ার করো যার এটার প্রয়োজন। আর নিত্য নতুন পাওয়ার ফুল মোটিভেশন পেতে Binapani er সঙ্গে থাকুন। ধন্যবাদ।