This Is Not The End Motivational Speech in Binapani

This Is Not The End এটাই তোমার শেষ নয়

জানি আমি একা জানি আমার হৃদয়ে ভগ্ন আশার ছবি আঁকা। জানি আমি অর্থহীন জানি আমি এই দুনিয়ার মাঝে কোন একক্ষীণ। জানি স্বপ্ন ভাঙা কষ্ট পাওয়া ক্ষত বিক্ষত হয়েও আমার মুখে হাসির সাজা। জানি হাস্যকর জানি সবার কাছে পর ক্রমান্যয়ে আমি হচ্ছি বেকার। জানি আজ আমি মূল্যহীন তার কাছে যার সাথে কথা হতো প্রতিদিন।

Advertisements

যে জীবনকে ধন্যবাদ জানাতাম এতো আনন্দের জন্য। আর আজ সেই জীবনই হয়ে গেছে যেন অভিশাপ। আজ বাস্তবকে মেনে নিতে পারছি না কেন? আজ বেঁচে আছি নকল হাসি নিয়ে কেন? আমার নেওয়া প্রতিটা পদক্ষেপ আজ আমার বিরুদ্ধে কেন? অন্যরা কত আনন্দে আছে যা চাইছে তা পেয়ে যাচ্ছে তাহলে আমার কেন নয়? তাদের থেকে বেশি পরিশ্রম করছে আমি তাও পড়ে রয়েছি এক কোণে হয়ে হতধম্ভ।

Advertisements

বার বার স্বপ্ন ভঙ্গ বার বার আমার যোগ্যতার জন্য। ছাড়ছে অনেকে সঙ্গ তাও করছি আমি কি? সেই রাত কাঁদতে কাঁদতে সোয় সকালে উঠে বন্ধুদের স্টাটাস চেক করা। আবারও পুনরায় রাত আবার পুনরায় সকাল। অনেক হয়েছে আর না আজ এসেছি আমি বোঝাতে তোকে। আজ এসেছি আমি দেখাতে তোকে। আজ এসেছি আমি শোনাতে তোকে তোর নিজের কণ্ঠেস্বর। তোর নিজের আত্মবিশ্বাস। তোর নিজের গুরুত্ব এই পৃথিবীর স্তরে। তুই হেরে নয় তুই মূল্যহীন নয় তুই বেচারা নয় তুই খারাপ স্বপ্ন নয়। সব সবাই তোকে ছেড়ে দিতে চাইবে। তুই তাদের কাছে যাইতে পারছিস না। তুই নিজের স্বপ্নকে পেতে পারছিস না।

Advertisements

সেটা শুধু মাত্র তোর অলসতার জন্য। শুধুমাত্র তোর অকারণীয় দুঃখের জন্য। শুধুমাত্র তোর অধৈর্যে্যর জন্য। শুধুমাত্র তোর নিজের প্রতি অন্যের বিশ্বাসের জন্য। আজ আমি দেখাচ্ছি তোকে তোর স্বপ্নের পথ। তাও বার বার পথভ্রষ্ট হচ্ছিস তুই। নিজের প্রতি সন্দেহ রাখছিস তুই। আমি বার বার হাজার বার দেখাবো তোকে তোর সঠিক পথ তোর জীবনের লক্ষ্য প্রতিটা সমস্যার সমাধান। কারণ আমি তোর অন্তর আত্ম। আমি তোর হৃদয় যে তোকে সবথেকে ভালো চেনে যে তোকে সবথেকে ভালো বোঝে।

কিন্তু তুই তোর হৃদয় তোর সাথেই রয়েছে তাও তুই হোয়াটসআপ ফেইসবুকে # take broken heat লিখে স্টাটাস দিচ্ছিস। মানুষের কাছ থেকে সিমপেথি পাওয়ার জন্য। তুই মরিস নি এখন নাই তোর মন ভেঙ্গেছে। এখনো তুই পারিস সবকিছু করতে এখনও পারিস তুই ঘুরে দাঁড়াতে। এখনো পারিস তুই নিজের যোগ্যতাকে প্রমাণ করতে। কোনকিছুই শেষ হয়নি এখনো আর হবেনা ততদিনও যতদিন পর্যন্ত তোর অস্তিত্ব আছে  এই পৃথিবীতে।

Advertisements

বেঁচে থেকেও নিজেকে শেষ করিস না। তুই বেঁচে আছিস এখন। তুই বেঁচে আছিস এখনো। কোন কিছু শেষ হয়নি এখন। এখনো তুই পারিস তোর পরিশ্রমের দ্বারায়, নিজের প্রতি বিশ্বাসের দ্বারায়, ধৈর্যের দ্বারায় সবকিছু পাল্টে দিতে। যদি আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে আলোচনাটি তার সাথে শেয়ার করো যার এটার প্রয়োজন। আর নিত্য নতুন পাওয়ার ফুল মোটিভেশন পেতে বিনাপানির সঙ্গে থাকুন। ধন্যবাদ। 

Related posts

Leave a Comment